সকল সৃষ্টির মূলে, বিধাতারই দান,
কঠিন এই নেয়ামতের করি সম্মান।।
মনটা হলেই নষ্ট, সেটাই বড় কষ্ট,
জয়ের পিছে পরাজয় সবই স্পষ্ট।।
জীবনভর চেয়ে গেলে,দিলেনা কিছু,
বিবেক হীন মানুষ হয়, এভাবে নিচু।।
কর্মে মানুষ বেঁচে থাকে,কর্মে গড়ে মন,
কর্মতে ভরসা করে, মানব আয়োজন।।
বেশী আশা, বেশী কথা, বেশী ধারণা,
অতি রঞ্জিত হলে, কোনটাই ভালনা।।
কেউ হাসে কথা শুনে,কেউ হাসে দেখে,
দেখে,শুনে,করে কাজ,সবাই তো শেখে।।