এক এক ঘরে এক এক জন,
বিলায় যে তার  নিজের মন।
অজানা  এক  চির  জন,  
সারা জীবন  হয় আপন।।

একটা মনের  লক্ষ  আশা,
সব মূলে তার ভাল  বাসা।
প্রেমের ছোঁয়া যেথায় পায়,
সেটাই করে  আসল  ঠাঁই।।

মনের কথা  মনেই  থাক,
যার মতে সে হেটে  যাক।
চলার পথে  খুঁজেই  তাক,
কোথা জোড়া কোথা ফাঁক।।

ভিতরেই  রাখিয়া  পাপ,
উপরেই  চেও না  মাপ।
আসবে   নাকো  শুদ্ধতা,
বাড়বে মনের পরিতাপ।।