যত্ন যখনই বেড়ে যায়
আবেগ তখন সুযোগ পায়,
একটু পরেই অসম্ভবও
সহজ করে পেতে চায়।।
থাকলে কেউ অনেক দূরে
আপনজনও যায় যে সরে,
সামনে এলে সবই ঠিক
থাকেনা তো সেই বি-দিক।।
একটা জীবন, কতই চাও?
যা দিয়েছেন, সেটাই নাও,
যাওয়ার আসল ঠিকানায়
কিসের এতই দুঃখ পাও??
পর আপন,আর আপন পর
তাই করে সব পরের ঘর,
পর এসে তাই আপন হয়ে
জীবন যুদ্ধে হয় দোসর।।