শ্যামলা বরণ সেই মেয়েটি
মনটি কেড়েছে,
বট তলার ঐ মেলা থেকে
কথা দিয়েছে। (২)
যাবেনা সে ভুলে আমায়
আমাকে সে ভাল বেসেছে।। ঐ
মল বাজিয়ে ঘাটে যেতে
যে দিন দেখে ছিলাম,
সেই দিন থেকে মনের মাঝে
তার ছবি এঁকে ছিলাম। (২)
এত দিনে আমার মনের মেঘ ডেকেছে।।
বটতলার ঐ মেলা থেকে কথা দিয়েছে। ঐ
এই জীবনে তাকে পেলে
হবো যে ধন্য -- -- --
আমার মনের মাধুরীতে
হবে সে অনন্য -- --। ২)
বাঁকা চোখের চাহনিতে হৃদয় কেড়েছে।।
বটতলার ঐ মেলা থেকে কথা দিয়েছে। ঐ
এটাও আমার লিখিত পাঁচ হাজার
সঙ্গীত থেকে আরও একটি গীতি
কাব্য। আসরের সম্মানীত সকল
কবি ভাই ও বোনদের সৌজন্যে
আমার এই প্রয়াস ও সাধনা।।
ধ ন্য বা দ