বিয়ে'র পর,ছেলে-মেয়ে
বর  আর  বউ,
মেলা-মেশা,ভালবাসায়
পর নহে কেউ ।।

জগতে  'আ প ন'  জন
মেয়েদের স্বামী,
পুরুষেরও  সেরা  প্রিয়
বউ নামী-দামী ।।

ভালবেসে  নেয়া-দেয়া
দু'য়ে এক মন,
উভয়'কে  বেঁধে ফেলে
'রাখি'র' বাঁধন ।।

সারা টি  জীবন'ই করে
এক  হয়ে  ঘর,
বউ'য়ে আর বরে হোল
মিলনে দোসর ।।

থাকে নাতো ভুলে কেউ
জনমে   জনম,
মিলে-মিশে'ই করে ঘর
মিলনেই পরম ।।

বউ  আর  বর'ই  হোল
স্ত্রী  আর স্বামী
দোহে মিলন সৃষ্টি করে
নব-নিত্য দামী ।।


♦><>=<><>=<><♦
তাং-১২--১১--২০১৮ইং>
বেলাঃ--১০টা--১৫মিঃ=>
স্থানঃ-কড়িয়াঃ/সোমবার >
০১৭৪২-৭৭৪৬৪৪মোবাঃ
♦><>=<><>=<><♦