আমার ছেলে এখন মনের কাছে দূর্বল,
তোর বাবার হাতে পয়সা নেই।  
তার মা বলেছে  অনার্গল ।।
আমার ছেলে এখন্ মনের কাছে দূর্বল। ঐ

তার বান্ধবীদের বলেছে সে,মেলাতে যাবে,
হাজার বিশেক লাগলেও তারা,বিরিয়াণী খাবে।
সবাই বিরিয়াণী খাবে - - - - - - - - - - -
এখন্ মায়ের কাছে শুনে ছেলে (২)
তার মাথায় বইছে গোলমাল ।।  ঐ
আমার ছেলে এখন মনের কাছে দূর্বল।।

ছেলে চলে বাবার জোরে,অর্থ আছে তাই,
গাড়ী,বাড়ি করতে এবার হাতে পয়সা নাই।
হঠাৎ হাতে পয়সা নাই - - - - - - - - -
এবার শোনা মাত্রই এই কথাটি (২)।
মনের দুঃখে নাজেহাল।। ঐ
আমার ছেলে এখন মনের কাছে দূর্বল।।

মান বাঁচাতে এখন ধরলো মা'য়ের পা,
'মা' তার আবার বাবা ছাড়া একটু চলেনা।
তার 'মা' একটু চলেনা - - - - - - - -
এবার ছেলের কথা বলে-কয়ে (২)।
'মা' করলো তার বাহুবল।।  ঐ
আমার ছেলে এখন মনে কাছে দূর্বল।।

<>♥<>♥<>♠<>♥<>♥<>
আজকে আমার উল্লেখিত সঙ্গীত জগৎ থেকে
আরও একটি গীতিকাব্য "কবিতা আসরের"      সকল কবিবৃন্দদের সৌজন্যে রেখে গেলাম।
ধন্যবাদ,সুপ্রিয় কবি বন্ধুগণ।
<>♣<>♣<>♠<>♣<>♣<>