সব সময়টা  যায়না কিন্তু
এক-ই  রকম  ভাল,
জীবনও সে এক রকমের
নিয়ে আঁধার আলো।

ধৈর্য-সহ্য, বিবেক  বুদ্ধি,
স্রষ্টার দেওয়া দান,
কম-বেশী ও  ভাল-মন্দ
তাঁর নিয়ম-বিধান।

আসা-যাওয়া,পূর্বে-পরে
ভাগ্যের-ই লিখন,
ঘটার পরেই যায় বোঝা
নিয়তির সেইক্ষণ।