নাক'টা মেয়ের বাশির মত
পটল চে'রা চোখ,
নিতম্ব তাও ভারী বলেই
পড়শী যুব'র শোক ।।
কারও ডাকে দেয়না সাড়া
যুবক'রা সব ক্ষীপ্ত,
কেউ যে এখন্ প্রতিজ্ঞাতে
নেয়ার আশায় লিপ্ত ।।
সুন্দরীতে'ই পাড়ার সেরা
সব মুখেই ''সু না ম'',
দুধে আলতা গায়ের রংটা
তাতেই তো ধুমধাম ।।
যুবকেরা কেউ দেখে কয়
কোমর 'চিকন' নারী,
লম্বা কালো কেশী বাহা'র
দেখতে লাগে ভারই ।।
সব যুবকের একই আশা
আমিই করবো বিয়ে,
যেভাবে হোক গোপনেতে
যাবোই আমি নিয়ে ।।
যুব'রা সব এক হয়ে তাই
ফেললো বেঁধে জোট,
এদের মধ্যেই শুরু হোলো
কে পায় বেশী ভোট ।।
মেয়ে পক্ষ কেউ জানে না
এদের আন্দলোন,
হঠাৎ একদিন দেখা গেল
ব্যাপক আয়োজন ।।
মারা-মারীর ধুম পড়েছে
কে থেকাবে কার,
শুক্রবারের নামাজ শেষে
সব যুব'ই 'সাবার' ।।
পরে হোলো জানা জানি
কারণ টা এর কি?
মাতব্বররা'ই জেনে শুনে
বলেই গেলেন ছিঃ ।।
<>=<>=<>=<>=<>
তাং-০৮--১২--২০১৮ইংঃ
রাতঃ-০২টা ২৫মিঃ০৫সেঃ
স্থানঃ-কড়িয়াঃ / শনিবার>
০১৭৪২-৭৭৪৬৪৪মোবাঃ
<>=<>=<>=<>=<>
♥>"ছিঃ" নামের প্রেম<♥