প্রকৃতির সব টাই  প্রিয় যে সবার,
তার সনে ভালবাসা প্রেমাধিকার।

সব কিছু মধ্যতা, না মানা টা ভুল,
খুব বেশী,খুব কম,ভুলের মাশুল।

প্রতি টি মুহুর্তই  কাটে তারই সনে,
রয় প্রেম ভালবাসা বয় মনে মনে।

উর্মীয়  বাতাসে  বাঁচায় এ জীবন,
সাবলীল ভালবাসা ভরে দেয় মন।

পলে পলে চলে বায়ু,শ্বাস-নিঃশ্বাস,
দমকা হাওয়াতে চলে, বহে প্রশ্বাস।

প্রকৃতির  করুণায় প্রতিটি জীবন,
ভূষিত অলংকারে,করি তা স্মরণ।
:
অতি খরা বায়ুতেই প্রাণ যায় যায়,
অতীব তুষার শীতও,একই পর্যায়।

অনুকূল আবহাওয়াই নাতিশীতিষ্ণ,
তারই প্রেমে কে না চাহে  হতে কৃষ্ণ?

প্রতিকূল আবহাওয়া এখনে বিরাজ,
কেউ হেথা রাজী না,আমিও নারাজ।

কষ্টতেই আছি বড়, জীবনটা নিয়ে,
দম-ই যেন যায় যায়, জ্ঞান হারিয়ে।

বহিছে যে তাপ জোর, প্রতিকূল বেশে,
সব চেয়েই  উত্তাপ আজ বাংলাদেশে।।