এখনো অনেক রাত রয়েছে বাকী,
যেও আরও কিছু পরে - - - (২)।
ডোবেনিতো চাঁদ,ডোবেনি তারা,
সাঁঝে ফোটা ফুল,যায়নিতো ঝরে।। ঐ
যা কিছু বলার ছিল,হয়নি বলা,
দেয়নি তো প্রাণে,সুখের দোলা।
বাজেনি বীণার তারে,মিলনের সেই সুর(২)
যে সুরে মমঃ হৃদয়,ওঠে যে ভরে।। ঐ
বিদায়ের বারতা,সহেনা তো আর,
হোকনা এ রাতে,মিলন অভিসার।
কাঁদে আজ বুকের মাঝে,বিরহী পাপিয়া(২)
ক্ষতি কিবা থাকিলে,বাহুরও ডোরে।। ঐ
<><>♥<><>♥<><>♥<><>
আমার সঙ্গীত ভান্ডার থেকে আজও
একটি গীতিকাব্য উপহার আসরের
সৌজন্যে সকল কবি ভাই,বোন এবং বন্ধুদের প্রেমার্থে। ধ ন্য বা দ ।।
<><>♠<><>♠<><>♠<><>