পূর্ণিমা" রাত, হঠাৎ এসে
ধরলো চেপে ঠোঁট,
চাইছিল যা,দেইনি আমি
কই'নি কথা মোট ।।
বুঝতে আমি ভুল করিনি
তার সে ব্যবহার,
লেগে ছিল খুবই খারাপ
ঐ সময় আমার ।।
সব ভালোরই সীমা আছে
মন্দেরও ঠিক তাই,
অতি ভালবাসলে আবার
মূল্য না পায় ঠাঁই ।।
ভুল ছিল তার লোকাল'য়ে
এমন টি ঠিক নয়,
যদিও প্রেম, তবুও এমন
বেহায়াপনা কি সয় ??
<>=<>=<>=<>=<>
তাং--০৯--১২--২০১৮ইংঃ
রাতঃ--১১টা ০৫মি ৪৮সেঃ
স্থানঃ--কড়িয়াঃ / মঙ্গলবারঃ
০১৭৪২-৭৭৪৬৪৪ মোবাঃ
<>=<>=<>=<>=<>
<♥>প্রেমের ছোঁয়ায়<♥>