খুব সহজ নয়,প্রেমেরই সুখ,
চাইলেই,ভরবে নিঃস্ব এবুক।
বললেই,প্রেম করবে দেখা,
অভিসারেই, আসবে একা।
অনেক চেষ্টায় অনেক কষ্টে,
অ ব শে ষে ই, মিলবে দৃষ্টে।
প্রেমের মূল্য, তারাই বোঝে,
যে করে আপন,পরকে নিজে।
সারাক্ষণই যারে নিয়ে মত্ত,
প্রেমেতে বুঝেছে তারা শর্ত।
আসল প্রেমের, মজনু হলেই,
আপন হবে, প্রেম মহলেই।