সাঁজিয়ে রেখেছো প্রেম
হৃদয়ে তোমার,
বুক ভরা ভালবাসা
দিতে উপহার।।
হৃদয়ের রং তুলিতে
কত কথা কয়,
শত কোটি দিতে প্রেম
ফুল বিছানায়।।
কত টুকু ছোঁয়া দিলে
পাবে পুরা মন,
কতটাই মুগ্ধ হবো
বাঁজালে কাকন।।
রেখে যেতে স্মৃতি করে
চির সে অমর,
প্রেমে প্রেমে সাথী হয়ে
করতে বিভোর।।