ভালবাসার  মন বিনিময়,
প্রেমাত্মারই মূল পরিচয়।

উন্নত মন  প্রেমের কাছে,
নিত্য  প্রেমের শর্ত যাচে।

প্রেম আনন্দ  হৃদয় মাখা
এটাই প্রেমের  গুপ্ত শাখা।

জীবনের প্রেম  সুখে ভরা,
বলতে জীবন  প্রেমে ধরা।

প্রেমের ঢেউয়ে বংশ গড়ে,
প্রেমিক-প্রিয়া প্রেমে পড়ে।


<=====♠=====>♠
তাং১০-১০-২০১৮ইংঃ ♥♠
রাতঃ-৮টা ২০মিঃ == ♥♠
স্থানঃ-কড়িয়াঃ ==== ♥♠
০১৭৪২-৭৭৪৬৪৪ মোবাঃ
<=♥==♥==♥==♥=>