প্রেমের মোহে ছুটি আমি
ভাল বাসার আশে,
কোথায় গেলে পাব প্রিয়ার
আমার বাহুর পাশে।
উদাসীন এ মন টায় আমি
তারেই পেতে চাই,
সেই ছাড়া তো হৃদয় মাঝে
কারোরই নেই ঠাঁই।
তার বুকেতেই রাখলে মাথা
জুড়িয়ে যেতো মন,
থাকতনা আর এই বুকেতে
বিরহের -- আসন।
প্রেম রাজ্যের সেই বসবাস
হারিয়ে গেছে আজ,
আগের মত করে না এই
মাথায় কোন কাজ।
সবার কাছে এই মিনতি
তারে আমি চাই,
আছেন কি কেউ বন্ধু হয়ে
বলে দিতে ঠাঁই ?