প্রেম এমনই যন্ত্রনা আর
যৌবন  এমন্  ঢেউ,
প্রেমী ছাড়াই এসব কথা
বুঝবে নাতো কেউ।।

যৌবন যখন  ধরা  দিয়ে
পূর্ণতায় রূপ নেয়,
এর পরে আর  ক'দিন'ই
বাঁচতে সময় দেয় ??

বাঁচা-মরাই তাঁর দয়াতে
কারো ইচ্ছায় নয়,
সকল  ইচ্ছা'ই  মূল্যহীন
মৃত্যু যখন ই  হয় ।।


<>==<>====<>=<>
তাং--৩০-১০-২০১৮ ইং =>
বিকালঃ-০৫টা ৪৫মিঃ! ==>
স্থানঃ--কড়িয়াঃ/মঙ্গলবার =>
০১৭৪২-৭৭৪৬৪৪ মোবাঃ>
<>==<>====<>=<>