প্রেম যমুনায় ঢেউ উঠেছে
কে যাবি কে আয়,
আমি কিন্তু চললাম এবার
গানের কবিতায়।
ভাল বাসার প্রেম যমুনায়
ঘোরে প্রেমিকজন,
কেউ পেয়ে হয় জীবনজয়ী
কেউ হারায় জীবন।
ক'জন জানে প্রেমের মূল্য
স্বর্গীয় প্রেম সুখ,
যে বোঁঝে সে ঝাঁপ দিয়ে পায়
প্রেম দেহ-মন বুক।
আমরা সবাই যার মত সেই
খুঁজেই ফিরি মন,
কারো আশায় ভালবাসার
বিফল আরাধন।
প্রেম করিয়া লাইলি মজনু
আজ তারা অমর,
শিরি,ফরহাদ তারাও জানি
প্রেমের দাবীদার।
চন্ডি দাসেই বড়শী বাইলো
রজকীনির আশে,
বারো বৎসর পরেও তারা
প্রেমেই ছিল হেসে।
এমনি জগৎ শুরু থেকেই
প্রেমের ছড়াছড়ি,
হাত ধরে কেউ না শেখালেও
এতেই কাড়াকাড়ি।
প্রেম আছে তাই বসুন্ধরার
মূল্য অতিই চড়া,
নিত্য-নতুন সৃষ্টির পথেই
কেউনা দু'জন ছাড়া।
প্রেম-প্রীতির ভাল বাসায়
ভক্তি মহাব্বৎ,
মায়ার জালে আবদ্ধ তাই
মধুময় জগৎ।।
<><>♥<><>♥<><>