কাছে পেয়ে কেউ কেউ
"দূরে"থেকে যায়,
"অ তী তে র" স্মৃতি প্রেম
রেখে জানালায় ।।
দূরে গেলে ডেকে নিয়ে
'কাছে'পেতে চায়,
জানি না প্রেমেরও সাধ
কে কিভাবে নেয় ।।
''আবেগে'' পড়িয়া প্রেম
কাঁদে 'বে দ না য়',
'ভালোবাসা''গভীর হলে
তারে ফিরে পায় ।।
প্রেমিকে প্রিয়ারও মন
মিশে যদি যায়,
ছাড়েনা সে কেউ কারো
জীবনেরও দায় ।।
<>==<>=♥=<>=<>
তাং-১৪--১২--২০১৮ ইংঃ
রাতঃ-০৯টা ১২মিঃ ১০সেঃ
স্থানঃ--কড়িয়াঃ / শুক্রবারঃ
০১৭৪২-৭৭৪৬৪৪মোবাঃ
<>==<>=♥=<>=<>
♥>"প্রেম" ধাঁরালো অস্ত্র<♥