সাধ আছে তো সাধ্য নাই,
তবুও চেষ্টা করেই যাই।
হয়তো প্রিয়ায় দিবে ঠাঁই,
এক বার যদি কাছে পাই।।
দুনিয়া টাই প্রেম বাজার,
মনে প্রেমের বয় জোয়ার।
একাক জনের একাক ঘর,
এর ভিতরেই আপন পর।।
থাকলে মুখের মুচকী হাসি,
প্রেম পেলে মন কেনা খুশি ?
কবুল প্রেমেই প্রেম শিকার,
প্রেম টা সবার অধিকার।।
আপন করেই নিলে যারে,
দিও না আর দুঃখ তারে।
সেই তো হোল জীবন সাথী,
সব সময়ের দিন বা রাতি।।