<♣>পরশু'তে বিলীন<♣>
<>=<>==♣==<>=<>

যাচ্ছে  চলে যে  দিন  গুলো
স ম য়  টারে ঘীরে,
এ দিন গুলো  পাবো নাতো
আর কখনো ফিরে ।।

তোমার,আমার একই ভাবে
যায় বয়সের দিন,
আজ জোয়ান, কালকে বুড়া
পরশু'তে  বিলীন ।।

এই যে সখের  গাড়ী, বাড়ি
আ প ন  প্রিয়জন,
সব ফেলে তো  যেতে হবে
আসলে সে সমন ।।

তৈরী করো এ মন তোমার
করে যাও অনুভব,
বেঁচে থাকা এ দিন গুলো'ই
কেবল যে উৎসব ।।

<>=<>====<>=<>
তাং--২২--১২--২০১৮ইংঃ
বেলাঃ--০৩: ৫২: ১০ সেঃ
স্থানঃ--কড়িয়াঃ / শনিবার।
০১৭৪২-৭৭৪৬৪৪মোবাঃ
<>=<>====<>=<>
<♣>পরশু'তে বিলীন<♣>