কেউ যাবে না সাথী হয়ে
গোরেতে আমার,
আমল ছাড়া কেউ দেবেনা
কোনই উপহার।
বন্ধুই হবে- দান, সদকা
সাথের সাথী হয়ে,
নামাজ-রোজার বদৌলতে
পাপ পালাবে ভয়ে।
ঋণের বোঝাই বড় বোঝা
মাথায় রইলে চাপ,
থাকবে নাতো কোন উপায়
না নিলে তার মাপ।
ওয়াদা আর আমানতটা
না করলে পূরণ,
পরপারের ভয়াবহ রূপ
এ সবের কারণ।
আঘাত দিয়ে কারো মনে
না নিলে তার ক্ষমা,
পাপের খাতায় ভারী হবে
অতীত দিনের জমা।
হিংসা-বিদ্বেষ, অহংকার
ধ্বংসেরই উৎসব,
তৈরী করলে সাচ্ছা হৃদয়
শান্তির হয় উদ্ভব।
থাকে যদি মুখের হাসি
মিষ্টি ব্যবহার,
পরপার টা অতি সহজ
অতি চমৎকার।
<>♦><♦<>♦<>