ধন্য করেই গেলে তুমি
মধুর পরশে,
আমিও আজ চরম খুশি
মনের হরষে ।।
বিধির কাছে এই মিনতি
ছিল জনম ভর,
সারা জীবন রাখতে চাই
মনেরও ভিতর ।।
এটাই আমার পরম পাওয়া
প্রেমের ভূবনে,
আজ'কে আমি পূর্ণ হ'লাম
প্রেমিক জীবনে ।।
<>==<>==<>==<>
তাং-১৬-১১-২০১৮ ইং =>
রাতঃ-১০টা ৩৫মিঃ =<>>
স্থানঃ-সাভার/ঢাকা/শুক্রবার
০১৭৪২-৭৭৪৬৪৪মোবাঃ>
<>==<>==<>==<>
<♥পরম পাওয়া প্রেম♥>