আসলে এক বার যেতে'ই হবে
কিশের নেসায় মত্ত ভবে?
কেউ আগে আর কেউ বা পরে
কেউ না রবে বসত ঘরে ।।

আট চাকার ঐ  শেষ গাড়ীতে
ঈমান নিয়েই হবে যেতে,
কেউ  হবে না  সাথের  সাথী
যত'ই  করি  মাতামাতি ।।

সময়  থাকতে  হও  হুশিয়ার
দুনিয়া টা রঙের বাজার,
সরল ও সহজ  মনটা যাহার
পরকালটা হবে যে তার ।।

<>=<>==♣==<>=<>
তাং--১৬--১২--২০১৮ইংঃ>
রাতঃ-১০টা ০০মিঃ ০৫সেঃ>
স্থানঃ--কড়িয়াঃ / রবিবারঃ >
০১৭৪২-৭৭৪৬৪৪ মোবাঃ>
<>=<>==♣==<>=<>
<♣"পরকালটাই "তার"♣>