কত টুকু যন্ত্রনা, কি যে ব্যথা মোর,
বুঝবে না প্রেম হীন, কোনই অন্তর।
আপন ভাবিয়া যারে, কাছে পেতে চাই,
সে আমারে বোঝেনা,কি ব্যথা কোথায়।
চাওয়া-পাওয়া সখ,সাধ,কার্ না আছে?
কদরেই পায়না প্রেম, সবার ই কাছে।
আপনই প্রয়াসেই আছে ব্যাস্ত সবাই,
নিজ নিজ সুখ পেতে,কেনা বল চায়?
আমিও তাদের হয়ে, পেতে চাই সুখ,
যে সুখ আর শান্তিতে, ভরে যায় বুক।
সবারই উপরে প্রেম,আসলেই বটে,
দোষে,গুনে,বলে তার, যেটাই ঘটে।
আমিও ধরিয়া প্রেম,কাছে পেতে চাই,
ভুগিতে চাহিনা আর, কোন হতাশায়।