ভুলতে পারিনি আজও সে তোমায়
যদিও গেছ যে সরে,                                   প্রতি পলে পলে মনে পড়ে স্মৃতি
শুন্য হৃদয়-ই ভরে।

এত টা  নিঠুর  কি করেই হলে
বল কারই ভরসায়,
ছিলনা এ মন আজ কেন তুমি
নিয়ে আছো সংশয় ?

বুকে জমে  মোর  বিরহ-ব্যথা
তুমি জানো সবই তা,
কারে ঘিরে ছিল জীবনের প্রেম
আজও রটে আছে যা।

সব স্মৃতি ভুলে যায় কি থাকা
পাষাণী হৃদয় করে ?
তুমি চেয়ে দেখ এই আছি আমি
স্মরণের খাতা ধরে।

বাকী আছে শুধু  মৃত্যুই আমার
আছি তাে প্রতিক্ষায়,
সময়ও যে শুধু ঘুরে ফিরে যায়                     সেটা শুধু অজানায়।

কষ্ট তোমার হবে নাকো জানি
আমার বিদায়ও ক্ষণে,
সেই মন তুমি হারিয়ে ফেলেছ
তাই কেঁদে বলে মনে।
<>♣<>♣<>♣<>