আমি ভুলতে বসেছি প্রেমের কাহিনী
অতীতের যত স্মৃতি,
কারো নিয়ে আর নেই মাখা-মাখি
নেই কোন প্রেম-প্রীতি।
একটু ছোয়ায় কাঁদে নাকো মন
পাষাণ করেছি হৃদয়,
আমার জন্য আমি-ই ব্যাস্ত
চিরতরে চাই বিদায়।
আসে নাকো আর দু'চোখে আমার
অশ্রু আগের মত,
হৃদয় আমার কঠিন করিয়া
ছুটে চলি অবিরত।
আসেনা ছুটিয়া পৃথিবী আমার
বাঁধা দিয়ে ফেরাতে,
অবাধে আমার বিচরণ তাই
গভীর অরণ্যতে।
ডেকনা আমায় পিছু থেকে আর
করিতে আপন সাথী,
কারো ডাকে আর দেবনা সাড়া
জ্বালাতে প্রেমের বাতী।