দু'জন মিলে একের সৃষ্টি
একা সম্ভব নয়,
দু'টি মনের  মিলন দিয়ে
চলছে বিশ্বময় ।।

ভাল-মন্দেই  পাশাপাশি
সুখ-দুঃখই যেমন,
হাসি-কান্না সাথের সাথী
পাপ-পুণ্যি তেমন ।।

এটাই সত্যি যা লিখেছি
অস্বীকারই  ভুল,
চেহারেতেই দৃশ্য বাড়ায়
সেটা মাথার চুল ।।


<=♦===♦===♦=>
তাং-২৬-১০-২০১৮ ইং
রাতঃ- ০৮টা২৫মিঃ=>
স্থানঃ- কড়িয়াঃ/শুক্রবার
০১৭৪২-৭৭৪৬৪৪Mo
<=♦===♦===♦=>