প্রিয়ার চিঠিতে লেখে কত না কথা,
মোবাইল ফোনে বলে হৃদয় ব্যথা।
কাটেনা সময় নাকি আমারে ছাড়া,
অথচ বিবেক তারে দেয় না সাড়া।
প্রতি টি প্রহরই কাটে কষ্টেই আমার,
কেমনে বোঝাই দুখ দূর থেকে তার?
প্রেম ভরা মন শুধু কাছে পেতে চায়,
পলে পলে জীবনের সময় তো যায়।
কখনই আসে না, চলে যাওয়া দিন,
সময়েতে এসে কেন,করেনা স্বাধীন?
আপন করেই যদি কাছে পেতে চাও,
সব কিছু ফেলে এসে এবুকে হারাও।
জীবনের এ যৌবন ক্ষনেকেরই দিন,
কিছু দিন জোরালো পরে তা বিলীন।
<><>♥<><>♥<><>♥<><>