আসা-যাওয়ার শ্বাস-নিঃস্বাস
                    বন্ধ হলেই শেষ,
রোগে ভুগেই এখন্ আমার
                    একই পরিবেশ।

আপনেরা কেঁদে-কেটেই
                   আছে যে চিন্তায়,
কখন্ কি যে ঘটেই যাবে
                    নিরাশ ভরসায়।

মানিতে চাহে না কেহই
                    অকাল বিয়োগ,
ব্যাধিতেই করেছি তাই
                      আত্ম নিয়োগ।

হয়তো বা সময়ও আর
                      খুব বেশী নেই,
ডাক্তার পেয়ে গ্যাছে তার
                         পরীক্ষাতেই।

এখন্ আমি ধরেই আছি
                     নিয়তিরও পথ,
পদে পদে যায় বোঝা সেই
                   একই আলামত।

সকলেরই কাছেই আমি
                      মিনতি জানাই,
আমার জন্য মঙ্গল দোয়া
                        করিও সবাই।

ব্যথা দিয়েও থাকি যদি
                 ভুলেও কারো মনে,
সে যেন বলে তা এসে
                  রোগীর এ জীবনে।

কর জোড়ে তার কাছেতে
                     চেয়ে নেব মাপ,
থাকবেনা আর পরকালে
                   কারো দে্য়া পাপ।