তুমি চালাইতে ষ্টেট,সাঁজিয়াছ ম্যাজিষ্ট্রট,
কি কলাটা বুঝিয়াছো শুনি ?
কেবল নিরীহ লোক, পোহাইছে দূর্ভোগ
মিছে মামালারও দিন গুনি।।
তুমি চালাইতে ষ্টেট - - - - - - - - ঐ

পুলিশে হয়রানী করে,সাধারণ লোক ধরে
কারাগারে করিছে তাড়া,
পয়সার চুক্তিতে, সরকারি ভক্তিতেই
নিজ নিজ পুরিছে হাড়া।
এদেশের সরকার,কি বলি তারে আর
প্রশাসনে দিয়ে বাজে শক্তি,
সাধারণ জনগণ, মিছে ধরে অকারণ
আইনেতে দেখায়েছে ভক্তি।।
তুমি চালাইতে ষ্টেট - - - - - - - - ঐ

মিথ্যে মামলা নিয়ে,বছরের পর বছর গিয়ে
জীবনের সবই করে শেষ,
উকিলে পয়সা নেয়, ঘন ঘন দিন দেয়
আইনের এইতো পরিবেশ।
না গেলে এক দিন, অাসামীর কর ঋণ
কেটে দাও জামিনেরও মুক্তি,
কখনো কি গিয়েছো,কারাগার কি দেখেছ?
প্রতিক্ষণ কত যে বিরক্তি।।
তুমি চালাইতে ষ্টেট - - - - - - - - ঐ


আজ আবারও রুচি পাল্টাতে আমার ঐ
৫০০০ পাঁচ হাজার সঙ্গীত হতে, আরও
একটি গীতি কাব্য পাঠালাম। আমাদের
আসরের সকল ভাই,বোন ও বন্ধুবর
দের সৌজন্যে। ধন্যবাদান্তে -- -- --।
<>♠<>♠<>♠<>♠<>♠<>♠<>