করো না সৃষ্টি কিছু অমরও হতে,
চির কাল থাকবে যা এই জগতে।
তোমার মৃত্যু শুনে কাঁদবে সবাই,
সৃষ্টিটাই জমা রবে স্মৃতির পাতায়।
স্মরণ করবে জানি শত কোটি জন,
এটাই যে বড় পাওয়া বিধির লিখন।
থাকবে না ধরণীতে কেউ চিরকাল,
তুমি-আমি করিতা চলো না বহাল।
একটু চেষ্টায় আর থেকে সাধনায়,
না করারই কি আছে এই দুনিয়ায়?
বুকে যার এই আশা এই মনোবল,
পারবেতো সে কিছু করতে বিশাল।
আমার এ সৃষ্টি জানি হবেই অমর,
সাধনার এ মনোবল স্রষ্টা আমার।
থাকলে চেষ্টায় আর সাধনা গহীন,
সবই তার সম্ভব যা ভাবি কঠিন।