আমিও ধরেছি চোর,
কই গেল বাসা তোর?
ঠিকানাও মিথ্যা-মিতে ?
তোরা কি পারিস না,
সৎ পথে ফেলে পা।
জীবনকে শুধরে নিতে ?
তুইও তো সৃষ্টি যার,
আমরাও ঐ বিধাতার।
কেন মন হয় না উদার ?
আজ থেকে ভুলে যা,
এ পথে দিবি না পা।
নিজ মন কর পরিস্কার।