জন্মিলেই, হয় তার
মৃত্যু যে ঠাঁই,
সৃষ্টি না হলে কারও
কোন ভয় নাই ।।
নশ্বর এ পৃথিবী'তে
জন্মেই আমি,
বুঝিনি তো নিজেকে
কত টা দামী ।।
কখন্ যে যেতে হয়
নিঠু অজানায়,
খুঁজিতে যায়না কেউ
সেই ঠিকানায় ।।
<>==<>==<>==<>
তাং-১৪--১১--২০১৮ ইং>
রাতঃ-০৮টা ১০মিঃ =^<>
স্থানঃ-মোহাম্মদপুর/ঢাকা >
০১৭৪২-৭৭৪৬৪৪মোবাঃ
<♣=অজানা ঠিকানা=♣>
<>==<>==<>==<>