যার অহংকার যত বেশী,
কুঁড়ে ঘর তার প্রতিবেশী।
দেমাগী জন ঘৃনার পাত্রী,
অহংকার তার ছাত্র'ছাত্রী।
দেমাগী আর অহংকারী,
বেলকুল ঘৃণ্যই নরনারী।
অল্প বিদ্যাতে ভয়ংকরী
তারাই বেশী অহংকারী।
সুত্র পেলে ই মুত্র খায়,
অহংকারীর মন আশায়।
মিথ্যা,বোগাজ মন্ত্র-তন্ত্র,
অহংকারীর বিশাল যন্ত্র।
অশান্তিদের মূল যে ধন,
অহংকারী দেমাগী মন।
<>=<>=<>=<>=<>
তাং--০৫--১২--২০১৮ইংঃ
রাতঃ-০৯টা ৩০মিঃ ০৫সেঃ
স্থানঃ--কড়িয়াঃ / বুধবার।>
০১৭৪২-৭৭৪৬৪৪ মোবাঃ
<>=<>=<>=<>=<>
<♣অহংকার ও দেমাগ♣>