আমি উত্তরে খুঁজেছি,পাইনি তোমায়,
দক্ষিণে খুঁজিয়াও, পাইনি তোমায়।
পাইনি তোমায় (২)পূর্ব-পশ্বিমে- - -
আমি, পেয়েছি পেয়ে তোমাকে-(২)
যখনই খুঁজেছি, এ বুকে।। ঐ
অশান্ত কত মেঘ ছুটে চলে যায়,
আমিও খুঁজেছি ঠিক সেভাবে তোমায়।
তুমি,এভাবে আমায়,
কাঁ দা লে যে হায়।
একবারও ভাবোনি কো আমারে।।? ঐ
যে গভীর ভালবাসা দিয়েছি তোমায়,
প্রতিদানে,কতটুকুই দিয়েছো আমায় ?
তুমি,কেন যে আমায়,
বো ঝ নি কো হায় ?
কত টাই যে কেঁদেছি সে শোকে।। ঐ
<><>♦<><>♦<><>♦<><>
আজও এটা আমার রচিত সঙ্গীত ভান্ডার
থেকে আরও একটি গীতিকাব্য রেখে
গেলাম আমাদের বাংলা কবিতা আসরের
সকল সুপ্রিয় কবি বন্ধুবরদের সৌজন্যে।
<><><>♥<><><>♥<><><>