ডাক এসেছে,যেতেই হবে
সময় খুবই কম,
ভালোবাসা  ফুরিয়ে যাবে
ফুরালে এই দম ।।

অ নে ক  জনের কষ্ট হবে
যারা আপনজন,
মাত্র  ক'দিন  কান্নাকাটির
নিষ্ফল আবেদন ।।

"ধ্রুব" সত্য কেউ ভাবিনা
দুনিয়া নিয়ে মত্ত,
সামনে ধরা খেতে'ই  হবে
সেদিন হবে সত্য ।।

<>=<><>=<><>=<>
তাং--১৭--১২--২০১৮ইংঃ>
সন্ধ্যাঃ-০৫টা ৪৫মিঃ২২সেঃ
স্থানঃ--কড়িয়াঃ / সোমবারঃ
০১৭৪২-৭৭৪৬৪৪>মোবাঃ
<>=<><>=<><>=<>
<♣>নিষ্ফল আবেদন<♣>