পরো'কালে সাথের সাথী
'আমল' বলি যার,
সময় থাকতে ধরাই উচিৎ
বি ধা তা আল্লা'র ।।
কোন্ আশাতে এতটা বল
কোন্ সে ভরসায় ?
বিধির লিখন যেতে'ই হবে
তাঁর সে ঠিকানায় ।।
কি ভাবে কার মৃত্যু কখন্
কেউনা জানি তার,
আসলে 'সমন' গমন হবে
নি য় ম বিধাতার ।।
<>=<>=<>=<>=<>
তাং-২৬--১১--২০১৮ইং>
বিকালঃ- ০৪টা ১০মিঃ<>
স্থানঃ-কড়িয়াঃ/বুধবারঃ<>
০১৭৪২-৭৭৪৬৪৪মোবাঃ
<>=<>=<>=<>=<>
♠>নি য় ম, বিধাতার<♠>