মানুষ নামে কে চেনে কার্
না দিলে তার নাম ?
নাম দিয়ে যায় মানুষ চেনা
বিশ্ব দেয় প্রমান।
গুনের প্রচার নাম দিয়ে হ্য়,
মানুষ নামেই নয়,
নামে ব্যক্তির সবাই চেনে,
কিযে তার পরিচয়।
বিশ্ব জুড়ে যে যাই মানুষ
সবাই নামের দাস,
নামের দ্বারাই মানব জনের
খুঁজলে পায় নিবাস।
বাবার পরেই গুরুত্ব তাই
নিজের নাম করণের,
নাম বিহনে জানতোনা কেউ
কে সে কোন্ ধরনের।
ক'জন খোঁজে গভীর বোধের
আসলের ই পরিচয়,
জগৎ নিয়েই ব্যাস্ত সবাই
নকলের ই চেতনায়।
বিবেক দিয়ে ক'জনেই বুঝি
নামের হই পূজারী,
নাম আছে তাই,যার যার মত
খুঁজে পাই দিশারী।