চার কালিমা, চার ঈমান,
জানলেই হবে মুসলমান।
তার আগে নিজ পবিত্রতা,
অজু,গোসল,নিয়মে যেটা।
মানলে আসল সঠিক পথ,
সব মুসলমান একই মত।
আল্লার্ দেয়া একটা কোট,
এক'শত ত্রিশ ফরজ মোট।
মানতে ই হবে পদে পদে,
নামাজই তার প্রথম খাদে।
বিধর্মীরা আর মুসলমানে,
নামাজ হোল তার প্রমানে।
সকল মুসলিমে ভাই ভাই,
মানবতায় কেহ শত্রু নাই।
মুসলমানের ই সংবিধান,
আল্লাহ দেয়া মূল কোরাণ।
না মানলে এই সংবিধান,
কেহই হবে না মুসলমান।
<>===♠===♠==<>
তাং- ১৩=১০=২০১৮ ইংঃ
সময়ঃ- রাত-১১টা ৫০মিঃ
স্থানঃ--কড়িয়াঃ =====♦
০১৭৪২-৭৭৪৬৪৪ মোবাঃ
<<♠==♠==♠==♠>>
শনিবার/Satarday/==>♠