সামনে আমায় ডাকছে যেন
কবর নামের গোরে,
পাবেনা কেহ লেখণী আমার
কবিতার  আসরে।

বিয়োগ চিন্তার দূর্ভাবনায়  
মায়ায় কাঁদে মন,
কি করে বা রেখেও যাবো
কবিদের আসন ?

সব কবিরাই  বন্ধু আমার
আমি সবার ভাই,
তাদের বন্ধন ছেড়ে আমি
কি করে  হারাই ?

আমার জন্য তাদের দোয়াই
রইছে আশীর্বাদ,
অনেক আগে জেনে গেছেন
অসুস্থের সংবাদ।

তাদের কোটি  ভাল বাসা
আমার  উপহার,
হাজার উৎসাহ  উদ্দীপনা
আজও অলঙ্কার।

তাদের দেওয়া সে মনোবল
আজ যে আমার শক্তি,
ছাড়লে এমন ভাল বাসা হৃদ
কোথা পাবো এ ভক্তি ?

ভালবাসা আর প্রেম প্রীতিতে
কাঁদি আমি বুভূক্ষ,
মরার পরেও পাব কি আমি
এমন বন্ধু সুদক্ষ ?

পাব কি সেখানে আপন কারো
যেমন টি এখানে,
সেই ভাবনায় কেঁদে মরি আমি
পুড়ি একা দহনে।

তবু আমাকে যেতে হবে জানি
প্রমাণে যেটা পাই,
কি করে রবো ভুলে সে আমি
এজগৎ এমন্ ঠাই ?

আবারও  কামনা  শেষ মিনতিই
দোয়া ও আশীর্বাদ,
লেখণীতে মোর কেউ ব্যথা পেলে
ক্ষমা চাই প্রতিবাদ।

চরম এঅবস্থায় লিখতে পারিনি
বুঝিনি পাতায় যাই,
সজ্ঞানতায় ফিরে  আমি আজ
সে দরুণ ক্ষমা চাই।

শেষ  মিনতি স্রষ্টার-ই কাছে
সবার-ই স্বজন্যে,
হয় যেনো সবে স্বর্গীয় বাসী
সুনাম,ধন্যে,মান্যে।