কে বলেছে মৃত্যু সবার
সাথে ঘোরে তার,
তুমি-আমি,মারা গেলে
বিচার হবে কার ?
প্রশ্নে প্রশ্নে বিদ্ধ আমি
বুকটা বড় ভার,
কার কাছে গেলে পাব
সঠিক এ উত্তর ?
সারাটাক্ষণ চিন্তা এসে
মাথায় করে ভীড়,
মৃত্যুই যদি আসলে হয়
কোথায় হবে নীড় ?
পাপ-পূণ্যে হিসাব শুনি
সেটাই পরকাল,
সবাই পাবে মৃত্যুর স্বাদ
মরণটাই আড়াল।।