মৃত্যু মানে মরণ টা নয়,
মৃত্যু মানেই পরম জয়।
মৃত্যু দিয়ে আড়াল করে,
এই পৃথিবীর বাস আশ্রয়।
পরপারের অঘাত জীবন,
মৃত্যু থেকেই সূচনা যার।
সেই মৃত্যুরে বরণ করেই
অনিচ্ছায় পাই উপহার।
ক্ষণকালের এই দুনিয়ায়
কিছু দিনের এ বাড়ী-ঘর,
মরণ নামের মৃত্যু এসেই,
ছিন্নতায় দেয় করেই পর।
সত্যিই যদি মরণ ই হয়,
কিসের বিচার হবে কার?
ভাল-মন্দের ভাগ্যাকাশে
কার্ কি দিবেই পরপার?
আত্মা-রুহের বিচার হবে,
কায়া মোদের মানব ধড়।
মরণ শুধু যায় দিয়ে যায়,
কবর নামে একটি খোয়াড়।