ক'দিন বলো  বাঁচবে তুমি
থাকবে কত  হেথা,
একদিন চলে যেতেই হবে
খাটবে না যা তা।।

এত  আশা, এতই  বাসা
কোন সে ভরসায় ?
মৃত্যু সদাই  সাথে ঘোরে
দেহের   দরজায়।।

তালা-চাবির, বন্ধ-খোলা
মাত্র ক'টা  দিন,
রুদ্ধ হলে,খুলবে না আর
মৃত্যু টা যেদিন।।

জমা হলে  তালার  চাবি  
খুলবে নাতো আর,
হঠাৎ করে  উঠেই  যাবে
দুনিয়ার -- আহার।।

আসবে সমন গমন পথে
চিনবেনা কেউ তার,
যতই  থাকনা  বাহাদুরী
নেই কারো  নিস্তার।।