<♣>মরণ তো নির্ঘাত<♣>
<>=====♣====<>

নির্ঘাত আমি  মারা'ই যাবো
সকল "বাঁধন" টুটি,
খাওয়া-দাওয়া সে বন্ধ হবে
বরাতের ভাত,রুটি ।।

ঢুকবে না সে কোন রিজিক
বরাদ্ধ হীন - -আর,
সকল  দুয়ার  বন্ধ হবে যে
হাটা-চলা ফিরবার ।।

জীবনে'র যত  সাধ-আহ্লাদ
সব কিছু  হবে বন্ধ,
সে দিন হতে ফুরিয়ে যাবে
জীবনের দ্বিধা-দ্বন্দ্ব ।।

নুতন করে আসবে'না কেউ
দেখতে আমার মুখ,
সেদিন হতে হা-হাকার ধুঁধূঁ
ঘুচে যাবে সব দুখ ।।

<>====<♣>====<>
তাং--২৪--১২--২০১৮ইংঃ>
রাতঃ--০৭: ৪৫: ২০সেঃ<>
স্থানঃ-কড়িয়াঃ / সোমবার<>
০১৭৪২-৭৭৪৬৪৪>মোবাঃ
<>====<♣>====<>
<♣>মরণ তো নির্ঘাত<♣>