সময় থাকতে হও হুশিয়ার
সকল মানব কল্,
সামনে কিন্তু বিকল হবে
ইচ্ছা, শক্তি, বল।
দুনিয়ার সব বাহাদুরী
অসৎ পথের কাজ,
নষ্ট করবে পরপারের
সম্মানীত তাজ।
ডাক পড়িবে কখন্ যে কার্
অজানা সেই ক্ষণ,
ফেলিয়া সব অসৎ কর্ম
"আমলে"দাও মন।
আশা-যাওয়া নিঃশ্বাসে দম
বন্ধ হলেই লাশ,'
তার পরে বয় কিছু ক্ষনের
কান্না হা-হুতাশ।
দু'দিন পরেথাকেনা আর
কোনই হা-হাকার,
জন্ম সুত্রের নাম টাও উধাও
দিনে দিনেই তার।