যা কিছু সুন্দর হয়,,মূলে প্রেম তার,
ভালবাসা,প্রেম থাকে হৃদয়ে সবার।
সকালে মরিলে হয়,বিকালে কবর,
মাঝের এ সময়ে বহে,খবরা-খবর।
পারে না থাকিতে কেহ শত ইচ্ছায়,
সময়টা ফুরালেই ,থাকা নাহি যায়।
অহংকারী মনটায়, যত বাড়াবাড়ি,
নিশ্চয় এ ভুলটাই পরপারে তারি।
সময় থাকিতে মন কর পরিস্কার,
পরপারেই ভয়াবহ,হও হুশিয়ার।