মৃত্যুর আগেও মন'টা বলে
মরবো না আমি,
হারার আগেও মনটা বলে
হারবো না আমি ।।

অজানাতেও  মন টা বলে
জানবো'তো আমি,
হারালে কিছু  মনটা বলে
পাবোই'তো আমি ।।

অযোগ্যতায়  মনটা বলে
যোগ্য তো আমি,
দূর্বল হলেও মন'টা বলে
সবল তো আমি ।।

"আমি" শব্দে'ই জর্জরিত
প্রতি মানব'কল,
একটু ভেবে দেখুন স'বে
কে কতই সবল ??

<>==<>==<>==<>
তাং--৩০--১০--২০১৮ইংঃ
বেলাঃ-০৪টা ১০মিঃ==<>
স্থানঃ- কড়িয়াঃ/বুধবার!=>
০১৭৪২-৭৭৪৬৪৪ মোবাঃ
<>==<>==<>==<>