মনে কর আমি হারিয়ে গেছি(২)
সেই সুদূর ঠিকানায় -- -- --
যেখানে বাতাস ঝড় হয়ে বয়,
ফাগুন বিফলে যায় - -।।  ঐ
মনে কর আমি হারিয়ে গেছি -

গায়না যেথায় বনের পাখী
মুক্ত আঙ্গিনায় -- -- -- -
সেই সুদূর অজানায় - (২)
সোনার খাঁচায় বন্ধী হয়ে,
নীরবে অশ্রু ঝরায় - -।।  ঐ
মনে কর আমি হারিয়ে গেছি -

দেখিনি হেথায় কোন বসন্তে
কৃষ্ণ চুড়ার বন্যা -- -- -- -
পাষাণ প্রাচীরের আড়ালে শুনেছি
গুমরে গুমরে কান্না (২)।

স্বপ্ন যেথায় পায়না কো ঠাঁই
আমারই চিন্তায় -- -- -- -
সেই সুদূর অজানায় - -(২)
সোনার খাঁচায় বন্ধী হয়ে,
নীরবে অশ্রু ঝরায় - -।।  ঐ
মনে কর আমি হারিয়ে গেছি -


♥==♥==♥==♥==♥==♥==♥==♥
আজ এটাও আমার লেখা সঙ্গীত ভান্ডারের
আরও একটি গীতিকাব্য একান্তই আসর ক-
বিদের মনোরঞ্জনের সৌজন্যে নিবেদিত।
আসরের সুপ্রিয় সকল কবি ভাই,বোন,বন্ধু
দের প্রতি রইল আমার হার্দিক শুভেচ্ছা।
♠==♠==♠==♠==♠==♠==♠==♠