পাল্টে ফেলো নিজেকে তুমি
অতীতের বেশ ভুলে,
বর্তমান কে আকড়ে রেখে
ভবিষ্যৎ রাখো তুলে।
মাথায় যে যার তেল রয়েছে
তারে করে যাও ঘৃণা,
গরীবের এরা মানুষ ভাবেনা
মরিলে ও করে দেনা।
হায়রে নিঠুর পাষাণ মানুষ
ভেবে দেখো একবার,
তারাই ছাড়া কেউ করিনি
তোমাদের উপকার।
ঘুচাও তোমার মনের গলদ
অাহা-মরি বিদ্বেষ,
এক ঠিকানার বাসিন্দা সব
সেটা-ই নিরুদ্দেশ।