মন দিয়ে মন আমি পেতে চাই,
তার মাঝে চলে কেন অভিনয়?
কিছু বুঝি না আমি,
সেযে কি এত দামী (২)
এভাবে সে কি বোঝাতে চায় ||
মন দিয়ে - - - - - - - চাই ঐ

লাইলির প্রেমে ছিল মজনু পাগল,
তেমনি তোমার প্রেমে আমি মশগুল।
প্রেমের এ জীবনে নেই কোন ভয় ||
তার মাঝে চলে কেন অভিনয়?
মন দিয়ে - - - - - - - - চাই ঐ

যত দিন বেঁচে রবো এমনি করে,
যাবনা তোমায় ফেলে কখনো দূরে।
আমার এ আশিস চির মধুময় ||
তার মাঝে চলে কেন অভিনয়?
মন দিয়ে - - - - - - - - চাই ঐ


এটাও আজ আমার
পাঁচ হাজার সঙ্গীতের
ভিতর থেকে আরও ১টি
গীতিকাব্য । আসরের
সকল সুপ্রিয় কবি ভাই,
বোন ও বন্ধুবর দের
সৌজন্যে আমার এ
প্রয়াস। আমি আমার
এই ক্ষুদ্র লেখণী এবং
সাধনার বহিঃপ্রকাশ
ঘটানোর লক্ষ্যে আসরের
সকল কবি বন্ধুদের কাছে
দোয়া ও আশির্বাদ প্রার্থনা
করি।
ভাল থাকুন, সব সময়।
         ||♥♥♥||